Fake Shootout: পাওনাদারদের বোকা বানাতে গল্পের ফাঁদ! পুলিশের জালে ব্য়বসায়ী। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: গল্প ফেঁদে পাওনাদারদের বোকা বানানোর চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পুলিশের নজরে এক ব্য়বসায়ী। স্থানীয় সূত্রে দাবি, চাকরি দেওয়ার নাম করে, অনেকের থেকে টাকা তুলেছিলেন ওই ব্য়বসায়ী। চাকরি না মেলায়, টাকা ফেরানোর চাপ আসতে শুরু করে। এরপরই সোমবার রাতে ওই ব্য়বসায়ী অভিযোগ করেন, তাঁকে গুলি করে, সাত লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যদিও, পুলিশের দাবি, তদন্তে নেমে জানা গেছে, গোটাটাই টাকা ফেরত আটকাতে নাটক।

কেন্দ্রীয় বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে, টাকা তুলেছিলেন। সেই টাকা ফেরাতে না পেরে, সাজিয়ে ফেলেছিলেন গোটা একটা নাটক! শরীরে নিজেই তৈরি করেছিলেন গুলির ক্ষত অবধি! এমনই চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক ব্য়বসায়ীর বিরুদ্ধে। যদিও, শেষ অবধি এসব কিছুই কাজে আসেনি। পুলিশি তদন্তে ধরা পড়ে গেছে সবটাই। ভোজ্য তেলের ব্যবসায়ী অশোক ছাতুই সোমবার রাতে দাবি করেন, তাঁকে গুলি করে, ব্য়াগে থাকা সাত লক্ষ টাকা লুঠে করে পালায় অজ্ঞাত পরিচয় দুষকৃতীরা।

কিনতু পুলিশের দাবি, তদন্তে নামার পরই তাদের সামনে উঠে আসতে শুরু করে একের পর এক অসঙ্গতি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, ব্য়বসায়ী এই গোটাটা সাজিয়েছিলেন, পাওনাদারদের বোকা বানাতে। এমনকী, পুলিশ জানিয়েছে, ব্য়বসায়ীর শরীরে যে গুলির ক্ষত, সেটাও সম্ভবত তাঁর নিজেরই তৈরি করা!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram