Bhatpara Municipality: আর্থিক জাঁতাকলে উত্তর ২৪ পরগনার তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা
বিপাকে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা। সোমবারের মধ্যে ওই পুরসভার পেনশনভোগীদের বকেয়া গ্র্য়াচুইটি ও পেনশন মেটানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কর্মীদের বেতন ছাড়া অন্য় কোনও খাতে টাকা খরচ করা যাবে না। কড়া নির্দেশ আদালতের। এই আবহে সাম্মানিক ভাতার টাকা পুরসভাকে ফিরিয়ে দিতে চাইলেন এক তৃণমূল কাউন্সিলর।