Patharpratima Tmc leader attack: তৃণমূলের ব্লক সম্পাদককে কোপানোর অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মথুরাপুর লোকসভায় ভোট পরবর্তী হিংসার ঘটনা। পাথরপ্রতিমায় তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিম মোল্লাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগের তির ISF-এর দিকে।গতকাল দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, ব্যক্তিগত প্রয়োজনে তৃণমূল নেতা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মনিরুদ্দিন হালদার নামে ওই দুষ্কৃতী। পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলেন তৃণমূল কর্মীরা। পরে ঢোলাহাট থানার পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত নেতার সঙ্গে দেখা করেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। ISF-এর দাবি, লোকসভা ভোটে মথুরাপুরে তারা ভাল ফল করায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহের (Heatwave) কমলা সতর্কতা (Orange Warning) জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram