WB Assembly:মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দাপ্রস্তাব তৃণমূলের,BJP বিধায়কদের হট্টগোলে পাল্টা মুখ্যমন্ত্রী

Continues below advertisement

Manipur Incident: মণিপুর (Manipur Incident) নিয়ে বিধানসভায় (West Bengal Assembly) নিন্দাপ্রস্তাব আনল তৃণমূল (TMC)। এ দিকে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বক্তব্যের সময় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলেন, 'মণিপুর সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ। তিনি বিদেশে যেতে পারেন, মণিপুরে যান না।' সঙ্গে আরও সংযোজন, 'আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন। যাঁরা মণিপুর নিয়ে আলোচনায় বাধা দিচ্ছেন, তাঁরা দেশদ্রোহী। বাংলায় ১০৭টি টিম পাঠিয়েছে, আমার মাত্র ১ টিম ওখানে গিয়েছে।' তৃণমূলনেত্রীর অভিযোগ, 'একটি ইঁদুর কামড়ালেও আপনারা টিম পাঠিয়ে দেন। ইন্ডিয়া এবার ক্ষমতায় আসবে, দেখব আপনারা কীভাবে কাজ করেন। ২দিন বিজেপিতে এসেছেন, বেশি জ্ঞান দেবেন না। প্রতি দিন বাংলার সংস্কৃতিকে অপমান করছেন।' সঙ্গে আরও বলেন, 'আমরা ভেবেছিলাম আলোচনা করব, কিন্তু বিজেপি আলোচনা চায় না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram