Purulia: ঝালদা পুরসভার অনাস্থা প্রস্তাব ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঝালদা পুরসভার অনাস্থা প্রস্তাব ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অশান্তি এড়াতে পুরসভার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্দল থেকে তৃণমূলে আসা ঝালদা পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আজ অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে আগেই চিঠি দেন তৃণমূলের ৫ ও কংগ্রেসের ২ কাউন্সিলর। তার আগে গতকাল তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া অনাস্থা প্রস্তাব আটকাতে হুইপ জারি করেন। দলের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই এদিন ঝালদা পুরসভায় বৈঠকে বসেছেন তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলররা। এই টানাপোড়েন নিয়ে উত্তেজনা রয়েছে। ঝালদা পুরসভার চেয়ারপার্সনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।