Calcutta High Court: তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ | ABP Ananad LIVE

ABP Ananda LIVE: তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ । নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ । হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন' । কোনভাবেই চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার । নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তাঁর বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু. । FIR-এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল । বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি 

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা। সাতসকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়াল। তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের মা এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির দরজা খুলে সিঁড়ির ওপরে রাখা মিষ্টির বাক্স দেখতে পান। বাক্সের মধ্যে ২টি তাজা বোমা রাখা ছিল। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূল প্রধানের বাড়িতে মিষ্টির বাক্সে করে কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা। 

এবার রান্নার গ্যাসে বেশি ভর্তুকি দেওয়ার টোপে প্রতারণার ফাঁদ। সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি।
একের পর এক LPG গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে। এ নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। রান্নার গ্যাসে বেশি ভর্তুকি পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola