TMC: কংগ্রেস ও নির্দল কাউন্সিলর ভাঙিয়ে, ঝালদাও দখল করে নিল তৃণমূল! এবার লক্ষ্য তাহেরপুর?
Continues below advertisement
গত পুরভোটের পর, রাজ্য়ের মাত্র দুটি পুরসভা ছিল বিরোধীদের দখলে। ঝালদা আর তাহেরপুর। তার মধ্য়ে কংগ্রেস ও নির্দল কাউন্সিলর ভাঙিয়ে, ঝালদাও দখল করে নিল তৃণমূল। এরপর সিপিএমের হাতে থাকা তাহেরপুরেও এরকম কিছু ঘটবে না তো? আশঙ্কা রাজনৈতিক মহলে। সিপিএম অবশ্য় আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে, তারা ঐক্য়বদ্ধ।
Continues below advertisement