TMC: কংগ্রেস ও নির্দল কাউন্সিলর ভাঙিয়ে, ঝালদাও দখল করে নিল তৃণমূল! এবার লক্ষ্য তাহেরপুর?
গত পুরভোটের পর, রাজ্য়ের মাত্র দুটি পুরসভা ছিল বিরোধীদের দখলে। ঝালদা আর তাহেরপুর। তার মধ্য়ে কংগ্রেস ও নির্দল কাউন্সিলর ভাঙিয়ে, ঝালদাও দখল করে নিল তৃণমূল। এরপর সিপিএমের হাতে থাকা তাহেরপুরেও এরকম কিছু ঘটবে না তো? আশঙ্কা রাজনৈতিক মহলে। সিপিএম অবশ্য় আত্মবিশ্বাসের সঙ্গেই বলছে, তারা ঐক্য়বদ্ধ।