Suvendu Adhikari: 'ত্রিপুরায় নোটার চেয়েও কম ভোট পাবে তৃণমূল', হুঙ্কার শুভেন্দুর | ABP Ananda Live

Suvendu Adhikari: পঞ্চায়েতে ভোট (Panchyat Election) লুঠ রুখে গণতন্ত্র ( Democrecy)প্রতিষ্ঠা করতে হবে'। 'যিনি বলেছিলেন চড়াম-চড়াম, উন্নয়ন দাঁড়িয়ে আছে, তিনি আজ কোথায়?'। 'প্রধানমন্ত্রী আবাস যোজনা (Awasyojna) দিয়েছেন, বাড়ি পেয়েছেন?'। 'কেউ বাড়ি পায়নি, শৌচাগার পায়নি, ক্ষতিপূরণও মেলেনি'। 'লুঠেরাদের রাখবেন না সরাবেন, আপনাদের ঠিক করতে হবে'। 'বাংলাতেও মোদির নেতৃত্বে ডবল ইঞ্জিন (Double Engibe) সরকার গঠন করব'। 'মাঠ পরিষ্কার করার দরকার নেই, কাল তৃণমূল পরিষ্কার করে পাপ ধুয়ে দেবে'। 'ত্রিপুরায় (Tripura) নোটার চেয়েও কম ভোট পাবে তৃণমূল' (TMC)। বগটুইয়ে যাব, ময়ূরেশ্বরের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari BJP)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola