Kamarhati: কামারহাটিতে অবৈধভাবে বালি তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, এবিপি আনন্দের খবরের জের
এবিপি আনন্দের খবরের জের। উত্তর ২৪ পরগনার কামারহাটিতে অবৈধভাবে বালি তোলার অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল কর্মীকে। বাজেয়াপ্ত করা হয়েছে এক ট্রাক বালি। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককেও। ঘটনায় শাসক-যোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।