Triparna Sarkar: 'যাদবপুরের আন্দোলন নিয়ন্ত্রিত হয় বাইরে থেকেই', বিস্ফোরক মন্তব্য ত্রিপর্ণা সরকারের | ABP Ananda LIVE
Continues below advertisement
যাদবপুরের আন্দোলন নিয়ন্ত্রিত হয় বাইরে থেকেই। দীর্ঘদিন থেকে যাঁরা ragging-এ অভিযুক্ত তাঁদের অনেকেই এখন সরকারি নিরাপত্তা নিয়ে সরকারি পদে বসে। বিস্ফোরক মন্তব্য, হোক কলরবের অন্যতম পরিচিত মুখ ত্রিপর্ণা সরকারের। এআইএসএ, এসএফআই -এর সদস্য হিসাবে রাজনীতি করার পর ত্রিপর্ণা এখন বিজেপির সঙ্গে যুক্ত।
Continues below advertisement