Tufanganj News: তুফানগঞ্জে বিজেপি প্রধানের নামে নিখোঁজ-পোস্টার! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: তুফানগঞ্জে অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের নামে পড়ল নিখোঁজ-পোস্টার। উঠল পদত্যাগের দাবি। বিজেপির অভিযোগ, ক্ষমতা দখল করার জন্য প্রধানের পদত্যাগ চেয়ে ছাত্রছাত্রী মঞ্চের নামে পোস্টার দিয়েছে তৃণমূল। পোস্টার-যোগ অস্বীকার করলেও, প্রধানের পদত্যাগের দাবিকে সমর্থন জানিয়েছে তৃণমূল। ননিবালা নিখোঁজ! দাবি, কোচবিহারের অন্দরন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ছাত্র ছাত্রী মঞ্চের। এরকম পোস্টার পড়েছে তুফানগঞ্জ ১ ব্লকের এই পঞ্চায়েত এলাকায়।

পোস্টারে লেখা হয়েছে, বিজেপির প্রধান ননিবালা বর্মন নিখোঁজ থাকায় সাধারণ ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের শংসাপত্র পাচ্ছে না। প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছে পোস্টারে। সেই দাবিকে সমর্থন করেছে তৃণমূল। এলাকায় নিখোঁজ-পোস্টার পড়লেও বাড়িতে গিয়ে দেখা মিলল ননিবালার। 
ক্যামেরার সামনে তাঁর দাবি, বহিরাগতদের হুমকির জেরেই তিনি অফিসে যেতে পারছেন না। দলীয় প্রধান কোনও দলের দিকে অভিযোগের আঙুল না তুললেও সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে বিজেপি। 

গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ৯ টি দখল করে বিজেপি এবং ৩ টি আসন দখল করে তৃণমূল। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানসহ ৫ জন সদস্য তৃণমূলে যোগদান করেন। ফলে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ এবং বিজেপির সংখ্যা কমে হয় ৪। যদিও বিজেপির প্রধান ননিবালা বর্মন তৃণমূলে যোগদান করেননি। গেরুয়া শিবিরের দাবি, আড়াই বছর না হওয়ায় তাঁর বিরুদ্ধে আনাস্থাও আনতে পারেনি তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram