Babul-Indranil :'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে চলে যাই' তুঙ্গে বাবুল-ইন্দ্রনীল তরজা

Continues below advertisement

পর্যটন দফতর হাত বদলের পর, এবার একেবারে সামনে চলে এল বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের ( Indranil Sen ) টানাপোড়েন। ক্য়ামেরার সামনেই পরস্পরকে বিঁধলেন দুই গায়ক মন্ত্রী। বাবুলের ( Babul Supriyo) বক্তব্য়, 'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই।' আর কটাক্ষের সুরে ইন্দ্রনীল বলছেন, 'ও বাচ্চা ছেলে! সবে দলে এসেছে! আমরা চেষ্টা করব, ওকে নিজের মতো রাখতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram