Buxa Tiger Reserve: একুশের পর তেইশ, ২ বছর পর বক্সার জঙ্গলে ফের দেখা মিলল বাঘের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: একুশের পর তেইশ। ২ বছর পর বক্সার জঙ্গলে ফের দেখা মিলল বাঘের। বেশ কয়েকদিন ধরে বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন বন আধিকারিকরা। সেই মতো লাগানো হয় ট্রাপ ক্যামেরা। বন দফতর সূত্রে খবর, গতকাল সেই ট্রাপ ক্যামেরাতেই ধরা পড়েছে বাঘের ছবি। তবে, ২০২১ সালে বক্সার জঙ্গলে যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল, এটি সেটি নয়, নতুন একটি বাঘের দেখা মিলেছে বলে দাবি বন দফতরের।