News Garia News: নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা হত্যায় ধৃত আয়া
ABP Ananda LIVE: নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের কিনারা। গ্রেফতার সেন্টার থেকে সদ্য কাজে যোগ দেওয়া আয়া ও তার সঙ্গী। জড়িত আরও কেউ? তদন্তে পুলিশ। বৃদ্ধা খুনে ধৃত আয়া।
'চোখে মেরেছে, মাথার পিছনেও মেরেছে...', প্রতিক্রিয়া বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষকের
বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর । নিমতা থেকে গ্রেফতার তরুণী-সহ ৪। ধৃতদের মধ্যে দুজন নাবালক। বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও ১ তরুণী' । প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, অভিযোগ শিক্ষকের । রাস্তায় ফেলে শিক্ষককে কিল-চড়-ঘুষি, CCTV ফুটেজে ধরা পড়েছে ছবি । নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও ৫ যুবক, পুলিশ সূত্রে খবর ধৃত তরুণীর নাম মন্দিরা মুখোপাধ্যায়, মামার বাড়ি নিমতায় । লখনউয়ে কাজ করেন মন্দিরা, কয়েকদিন আগে মামার বাড়িতে আসেন । অভয়, পাপাই, জয় নামে আরও ৩ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ