Accident: গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। ABP Ananda Live
কালীপুজোর রাতে হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেক পোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্য় দিকে, এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি।
Tags :
Uluberia Bangla News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel