Purulia News: দু’দিন পার, এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা
Continues below advertisement
দু’দিন পার। এখনও অধরা পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির পাণ্ডারা। সূত্রের খবর, তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে জেলা পুলিশ। দলে রয়েছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ডাকাতদের সন্ধান পেতে পুরুলিয়া শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ভরদুপুরে পুরুলিয়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডের নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয় বলে শোরুম মালিকের দাবি। পুলিশের অনুমান, অপারেশন শেষ করে পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডে পালাতে পারে ডাকাতরা।
Continues below advertisement