Train Accident: লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ, ইঞ্জিন-সহ লাইনচ্যুত ৬টি বগি, ব্যাহত ট্রেন চলাচল
Continues below advertisement
বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি
মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন। একই লাইনে দুটি মালগাড়ি কী করে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Train Derailed ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bankura ABP Ananda Bengali News - Bengali News /West Bengal