Jalpaiguri Storm:টর্নেডোর পর ২ দিন পার, দুর্বিষহ পরিস্থিতি একাধিক জায়গায়।ABP Ananda LIVE
বিধ্বংসী টর্নেডোর পর ২ দিন কাটতে চললেও, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এখনও পরিস্থিতি দুর্বিষহ। বার্নিশ গ্রামে ত্রাণ নিয়ে গ্রামবাসীদের অভিযোগের সুর ক্রমেই চড়া হচ্ছে। অনেকেরই মাথার উপর ত্রিপল জোটেনি। ক্রমেই জোরাল হচ্ছে আর্থিক সাহায্যের দাবি।
Tags :
Disaster Relief Mini Tornedo DISTRICT Jalpaiguri Storm Relief For Distressed In Jalpaiguri Storm