10 tay 10 Dik: কলকাতায় ধৃত দুই সন্দেহভাজন জঙ্গি, জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য
কলকাতায় ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গিকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত মহম্মদ সাদ্দাম। টেলিগ্রাম সোশাল মিডিয়ার মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। জেরায় সাদ্দাম জানিয়েছে, সে এম টেক ড্রপ আউট। সাদ্দাম ও তার সঙ্গীকে জেরা করে পুলিশ জানতে চাইছে, অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করে হামলার ছক ছিল কি না। ইসলামিক রাষ্ট্র তৈরির জন্যই কি নাশকতার পরিকল্পনা ছিল ধৃতদের? কাদের সঙ্গে যোগাযোগ রাখছিল এই দুই সন্দেহভাজন IS জঙ্গি?
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News