BSF: বিএসএফ কি ২০২৪ এর জন্য তৈরি হচ্ছে? ফেসবুক পোস্টে বিস্ফোরক উদয়ন গুহ | Bangla News

Continues below advertisement

এর আগে সরব হয়েছিলেন বিধানসভায়। এবার সোশাল মিডিয়ায়। বিএসএফ-এর কাজের পরিসর বৃদ্ধি বিতর্ক ফের উসকে দিলেন উদয়ন গুহ।

কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএসএফ কি ২০২৪ এর জন্য তৈরি হচ্ছে? সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে জনসংখ্যা কত? ভোটার কত? শতকরা হিন্দু, মুসলমান কত? দেশের নিরাপত্তার সাথে এর কী সম্বন্ধ?’

সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তাহলে কি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতরে পর্যন্ত বিএসএফ-এর এক্তিয়ারে চলে এল!’

তাঁর বিধানসভা এলাকায় বিএসএফ কোন কোন গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করছে, ফেসবুক পোস্টে তারও উল্লেখ করেছেন উদয়ন গুহ। 

সম্প্রতি মোদি সরকার বিজ্ঞপ্তি জারি করে, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ৫০ কিলোমিটার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমে বিএশএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ১৫ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার। তার বিরোধিতায় গত ১৬ নভেম্বর প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়।

বিধানসভা সূত্রে খবর, ওই দিন আলোচনা চলাকালীন  প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ অভিযোগ করেছিলেন, সীমান্তে তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার ১২ দিনের মাথায় ফের বিএসএফ-এর বিরুদ্ধে সরব দিনহাটার তৃণমূল বিধায়ক।

বাংলাদেশ সীমান্ত এলাকার জনপ্রতিনিধির ফেসবুক পোস্টের পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিজেপি। কোচবিহারের বিধায়ক ও বিজেপি সভানেত্রী মালতী রাভা রায় বলেছেন, ‘উদয়ন গুহ যে ধরনের কথা বলছেন তা দেশবিরোধী। বিএসএফের জন্যই আমরা রাতে ঘুমোতে পারি। বোঝাই যাচ্ছে উদয়ন গুহ কেন বিএসএফের বিরুদ্ধে বিষোদগার করছেন? উনি একটি কথাই বারবার বলে চলেছেন। তাঁর কোনও ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে? এটা কেন্দ্র ভেবেছে নিরাপত্তার স্বার্থে। উনি উন্নয়নমূলক কাজ করুন। দিনহাটায় সন্ত্রাস চলছে। পাচার হচ্ছে।’

সবমিলিয়ে সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে বিতর্ক অব্যাহত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram