TMC News:'লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না,হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের
ABP Ananda LIVE: 'লিড না দিলে পদ ছাড়তে হবে। কাউকে রেয়াত করা হবে না। 'যেখানেই মাইনাস হবে, সেই পঞ্চায়েতের প্রধান (PAnchayet Pradhan), সদস্যদের পদ ছাড়তে হবে', এবার দলেরই নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের (Udayanarayanpur TMC MLA )। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে, কটাক্ষ বিজেপির (BJP)।