UGC Net: নিট ও নেট বিতর্কে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু করল কেন্দ্র। ABP Ananda Live

ABP Ananda Live: নিট ও নেট বিতর্কে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু করল কেন্দ্র। কার্যকর হল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে, রয়েছে কড়া শাস্তির সংস্থান। জারি হল গেজেট বিজ্ঞপ্তি। 

NET ও NEET-এর মতো এলিট পরীক্ষায় দুর্নীতি, প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে তোলপাড় চলছে দেশজুড়ে। ক্ষমতায় এসেই বড়সড় অস্বস্তির মুখে পড়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার। আগামী সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হলেই, এনিয়ে তাদের চেপে ধরতে তৈরি বিরোধীরা। অনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে নতুন আইন কার্যকর করল মোদি সরকার। 

কার্যকর হল দ্য পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ যেখানে, দোষী প্রমাণিত হলে হতে পারে, সর্বোচ্চ ১০ বছরের জেল। হতে পারে ১ কোটি জরিমানা! এনিয়ে শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে বলা হয়েছে, কড়া শাস্তির মুখে পড়তে হবে, পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola