Ulto Rath Yatra 2024: আজ উল্টোরথ যাত্রা, পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা..

Continues below advertisement


Ulto Rath Yatra 2024 : আজ উল্টোরথ যাত্রা। গুণ্ডিচাবাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে-মালায় সজ্জিত ৩টি রথ। গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপছে পড়া ভিড়। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুণ্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়। আসলে মসী অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসী। গুণ্ডিচা আসলে সখী পৌর্ণমসীর কুঞ্জ। যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুণ্ডিচা নামেই বেশি প্রচলিত। গুণ্ডিচাদেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন।

রথযাত্রা উৎসবের মধ্যেই খুলল পুরীর মন্দিরের রত্নভাণ্ডার । রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছিল নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার ব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হল ওড়িশা সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি।  নব গঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রত্নভাণ্ডারের চাবি নিয়ে আসা হবে। চাবি দিয়ে না খুললে তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কী আছে? উন্মোচিত হবে রত্নভাণ্ডারের মণিমাণিক্যের রহস্য? রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রবের মধ্য়েই এখন মহাপ্রভুর ঐশ্বর্যের ভাণ্ডারের রহস্য় নিয়ে সরগরম পুরী। রত্নভাণ্ডারের রহস্য় উন্মোচনের অপেক্ষায় রয়েছে নীলাচলবাসী।ABP Ananda Live

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram