Uluberia News: উলুবেড়িয়া সরকারি হাসপাতালে চাঞ্চল্য । ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা

Continues below advertisement

ABP Ananda LIVE: ABP Ananda LIVE: ফের সরকারি হাসপাতালে 'নিগৃহীত' মহিলা জুনিয়র ডাক্তার । সিভিক ভলান্টিয়ারের পর এবার হোম গার্ডমহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হোম গার্ড । উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চাঞ্চল্য । ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা । পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর 'চড়াও' হোমগার্ড । হোমগার্ডের বিরুদ্ধে ওই মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ । মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হবে হুমকি দেওয়ারও অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে । উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ মহিলা চিকিৎসকের । নিগ্রহের সময় ওয়ার্ডের আশপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, অভিযোগ চিকিৎসকের । অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ, হোমগার্ড-সহ গ্রেফতার ২

আরও খবর...

হাওড়ায় মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ । নিন্দা জানিয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের । 'নিগ্রহের শিকার আরও এক কর্তব্যরত মহিলা চিকিৎসক' । 'আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে রাজ্য?' । 'এটা কোনও বিচ্ছিন্ন অপরাধ নয়' । 'সরকারি হাসপাতালের কোনও নিরাপত্তা নেই' । 'রাজ্য সরকার ও পুলিশ ব্যর্থ, ডাক্তারদের সঙ্গে প্রশাসনের বিশ্বাসঘাতকতা' । বিচারবিভাগীয় তদন্ত চেয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের

বাংলোর সামনে শব্দ বাজি ফাটানোর অভিযোগে মারমুখী পুলিশ সুপার! বাজি ফাটানোর অভিযোগে স্থানীয় শিশু ও মহিলাদের মারধরের অভিযোগ!মারধরের সিসি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আহত মহিলা সহ বেশ কয়েকজন শিশু।কোচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয়দের। রেলঘুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলার সামনে বাজি ফাটানোর অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের। তিনি বলেছেন, 'অনেক রাত পর্যন্ত বাজি ফাটাচ্ছিলেন এলাকার লোকজন। ঘর থেকে বেরিয়ে এসে প্রথমে বারণ করি, কেউ কথা শোনে না।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola