Mamata Banerjee: শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তকমা দেওয়ার ঘোষণা করে UNESCO-এর, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে অভিনন্দন মুখ্য়মন্ত্রীর। ABP Ananda Live
রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি শান্তিনিকেতন আন্তর্জাতিক স্বীকৃতি পেল। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তকমা দিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO. সেই ঘোষণার পরই সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সশ্রদ্ধ প্রণাম জানালেন কবিগুরুকেও। (UNESCO Heritage Santiniketan) রবিবার সন্ধেয় শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তকমা দেওয়ার কথা ঘোষণা করে UNESCO. তার পরই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে অভিনন্দন জানান মমতা। তিনি লেখেন, 'আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, শেষ মেশ UNESCO-র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র তালিকার অন্তর্ভুক্ত হল। বিশ্ব বাংলার গর্ব, শান্তিনিকেতনকে কবি সযত্নে লালন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধকে বাংলার মানুষ সহযোগিতা করে এসেছেন'।