2torduniya: নিয়োগের দাবিতে পথে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন, দ্রুত নিয়োগের দাবি

Continues below advertisement

নিয়োগের দাবিতে আজ ফের পথে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। শিয়ালদা থেকে মহা মিছিল শুরু। মিছিল শেষ হবে পার্ক সার্কাসে। চাকরিপ্রার্থীদের দাবি, রাজ্যে সাড়ে ৩ লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে। এছাড়া, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার। এই সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেই আজ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।

বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি ঘিরে উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। সজল ঘোষকে বাবুঘাট থেকে লালবাজারে নিয়ে গেল পুলিশ।পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতা সজল ঘোষের, তাঁকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। এর আগে গঙ্গা আরতির সাউন্ড বক্স ও বিদ্যুৎসংযোগ খুলে নেয় পুলিশ।তারপরেই বাবুঘাটে পৌঁছোন সজল ঘোষ। সজল ঘোষকে লালবাজার নিয়ে যাওয়ার পর গঙ্গা আরতির মঞ্চও খুলে নেয় পুলিশ

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের ।বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের।সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না । 

ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ।  দিনের ব্যস্ত সময়ে কামারহাটির জনবহুল এলাকায় বিস্ফোরণে আতঙ্ক।  বোমা ফেটে গুরুতর জখম এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন ।  তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করেকামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয় । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram