Upper Primary Recruitment: শহীদ মিনার চত্ত্বরে ভাইফোঁটা চাকরিপ্রার্থীদের
ABP Ananda live: দীর্ঘ দশ বছর ধরে হাতে হাত ধরে লড়াই। অবশেষে শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। প্রত্যেক ভাই যেন চাকরির নিয়োগপত্র পায় সেই কামনায় শহীদ মিনার চত্ত্বরে ভাইফোঁটা দিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। মাঝরাতে বাঘাযতীনের ক্লাবে দুষ্কৃতী-তাণ্ডব। অভিযোগ, ৫০ জনের বেশি দুষ্কৃতী ক্লাবে লাঠি-রড নিয়ে হামলা চালায়। ভাঙচুরে বাধা দেওয়ায় ক্লাব সদস্যদের মারধর করা হয়। কয়েকজন ক্লাব সদস্য আহত হন। ক্লাব কর্তৃপক্ষের দাবি, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই এই হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা। খাস কলকাতায় একের পর এক দুষ্কৃতী তাণ্ডব। বাঘাযতীনের পর কসবার হালতু, ফের আক্রান্ত প্রতিবাদী। ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দম্পতি। রাস্তায় ফেলে বেধড়ক মার দম্পতিকে। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ । অভিযোগের পরেও থানা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।