Donald Trump: 'কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না', বিজয়ী ভাষণে কী বললেন ট্রাম্প ? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আমেরিকাবাসীকে ধন্যবাদ', 'আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব', 'আপনাদের ভবিষ্যতের জন্য লড়াই করব', 'সর্বকালীন সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা', 'আজ আমরা ইতিহাস তৈরি করেছি', 'সেরা রাজনৈতিক প্রত্যাবর্তন দেখল পৃথিবী', 'অর্থনীতিতেও আমেরিকার প্রত্যাবর্তন দেখবে বিশ্ব', 'এই জয় দেশকে সুস্থ করে তুলতে সাহায্য করবে', 'এবার আমেরিকার স্বর্ণযুগ শুরু হবে'
'বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা', 'আমরা খুব শীঘ্রই সীমান্ত সিল করে দেব', 'কোনও ভাবেই অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না',  বললেন ডোনাল্ড ট্রাম্প 

আরও খবর..


প্রকাশ্য প্রচারসভায় যখন কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি, সেই সময়ই জয়ের ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন অনেকে। বুধবার দুপুর পর্যন্ত গণনা যতদূর এগিয়েছে, তাতে স্পষ্ট যে, দ্বিতীয় বার আমেরিকার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। আর সেনেট ইতিমধ্যেই রিপাবলিকান্স পার্টির দখলে চলে গিয়েছে। হাউজ অফ রিপ্রেজেন্টেটেভিস-এও এগিয়ে রয়েছে তারা। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মোট আসনের নিরিখে এখনও ২২৬-এ আটকে। সেই নিরিখে ২৬৭, অর্থাৎ ম্যাজিক সংখ্যা ২৭০ ছোঁয়ার পথে ট্রাম্প। আর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ফ্লোরিডা থেকে বিজয়ী ভাষণ দিলেন ট্রাম্প। সেখানে ফের আমেরিকাকে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। (Donald Trump Speech)

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram