Sukanta Majumder: 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো', পাল্টা কর্মসূচি অভিষেকের
ABP Ananda LIVE: সুকান্ত মজুমদারের মন্তব্যকে হাতিয়ার করে, এবার পাল্টা কৌশল নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো', কর্মসূচি ঘোষণা করলেন তিনি। এনিয়ে, অভিষেককে পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।