Usti Shootout: উস্তিতে যুব তৃণমূল নেতাকে পর পর গুলি, পিছনে গোষ্ঠীকোন্দল?Bangla News

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনা উস্তি থানার উত্তরকুসুম এলাকায় শ্যুটআউট (Shootout)। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে আহত উত্তর-কুসুম অঞ্চলের যুব তৃণমূল (TMC) সভাপতি সুজাউদ্দিন গাজি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম (SSKM) হাসপাতালে। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুটি বাইকে চড়়ে আসা ৩-৪ জন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতার পেটে, পিঠে, গায়ে গুলি। রাজনৈতিক শত্রুতা, নাকি ব্যক্তিগত আক্রোশ, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পরিবারের অভিযোগ, যুব তৃণমূল নেতাকে মাস চারেক আগে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তার জেরেই হামলা বলেই বলে অভিযোগ। ষড়যন্ত্রের জন্য মিথ্যা অভিযোগ। পাল্টা দাবি বিধায়কের। গোষ্ঠীকোন্দল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। হামলা নিয়ে রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram