Islampur News: ইসলামপুরে তৃণমূল নেতা খুনে তৃণমূলকর্মীই গ্রেফতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ইসলামপুরে (Islampur)তৃণমূল নেতা খুনে তৃণমূলকর্মীই(tmc workers) গ্রেফতার। গভীর রাতে ধাবায় কেন পঞ্চায়েত সদস্যদের টেন্ডার নিয়ে বৈঠক? জাতীয় সড়কের ধারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা পঞ্চায়েত সদস্যের স্বামী। নেপথ্যে কি ঠিকাদারির লেনদেন সংক্রান্ত বিবাদ? এখনও ধোঁয়াশা । তৃণমূল নেতা খুনের ৩দিনের মাথায় প্রথম গ্রেফতার । ফাঁসিদেওয়া থেকে তৃণমূলকর্মী অনিকেত সরকার গ্রেফতার । পেশায় ব্যবসায়ী তৃণমূলকর্মী অনিকেত সরকার গ্রেফতার । ব্যবসায়িক শত্রুতাতেই তৃণমূল নেতা খুন, সন্দেহ পুলিশের: সূত্র। অভিযুক্তের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন।