Islampur Incident: ইসলামপুরের তৃণমূল নেতার খুনের ঘটনার ৩দিনের মাথায় প্রথম গ্রেফতার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ইসলামপুরের তৃণমূল নেতার খুনের ঘটনার ৩দিনের মাথায় প্রথম গ্রেফতার। ইসলামপুরে (Islampur)তৃণমূল নেতা খুনে তৃণমূলকর্মীই(tmc workers) গ্রেফতার। মিডিয়ার কাছে অভিযুক্তর মুখ খোলা আটকাতে মরিয়া পুলিশ। কেন মিডিয়ার কাছ থেকে ধৃতকে আড়ালের মরিয়া চেষ্টা পুলিশের? গভীর রাতে ধাবায় কেন পঞ্চায়েত সদস্যদের টেন্ডার নিয়ে বৈঠক? জাতীয় সড়কের ধারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা পঞ্চায়েত সদস্যের স্বামী। নেপথ্যে কি ঠিকাদারির লেনদেন সংক্রান্ত বিবাদ? এখনও ধোঁয়াশা । তৃণমূল নেতা খুনের ৩দিনের মাথায় প্রথম গ্রেফতার । ফাঁসিদেওয়া থেকে তৃণমূলকর্মী অনিকেত সরকার গ্রেফতার । পেশায় ব্যবসায়ী তৃণমূলকর্মী অনিকেত সরকার গ্রেফতার । ব্যবসায়িক শত্রুতাতেই তৃণমূল নেতা খুন, সন্দেহ পুলিশের: সূত্র। অভিযুক্তের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।

কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হত। ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুঠ করত সাদ্দাম ও তার দলবল। সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গ-পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ-পথ কি শুধুই পালানোর জন্য? নাকি, এই পথে খাল দিয়ে লুঠের মাল বা বেআইনি সামগ্রী পাচার করত প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, নকল সোনা বিক্রির পাশাপাশি, জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram