Joshimath: 'জোশীমঠ বসবাসের অযোগ্য', ঘোষণা উত্তরাখণ্ড সরকারের |গঙ্গার ধারে সেলফি, তলিয়ে গেলেন যুবক
জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করল বিজেপি-শাসিত উত্তরাখণ্ড সরকার। হিমালয়ের কোলে এই ছোট্ট জনপদে একের পর এক বাড়িতে বাড়ছে ফাটল। ৬০৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত। বিপজ্জনক এলাকা থেকে ৬৮টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল জোশীমঠ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনায় ৭টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র। আজই বিপর্যস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে জোশীমঠে যাচ্ছেন বর্ডার ম্যানেজমেন্টের সচিব এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর ভূয়সী প্রশংসা শত্রুঘ্ন সিনহার। 'ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক'। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রার সঙ্গে ভারত জোড়ো যাত্রার তুলনা।প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার তুলনা। ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গাঁধীর প্রশংসা আসানসোলের তৃণমূল সাংসদের।
বিভাজনের রাজনীতি নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। চলছে টানাপোড়েন। এই বিভেদ মেটাতে মানুষে মানুষে দূরত্ব কমাতে হবে। মেটাতে হবে মতপার্থক্য। কলকাতায় প্রতীচী আয়োজিত, যুক্তসাধনা শীর্ষক অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের প্রশ্নের উত্তরে এই পরামশর্ই দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ যুবক । ৩ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নিখোঁজ কলেজ ছাত্রের । প্রতিবাদে নর্থ পোর্ট থানায় বিক্ষোভ নিখোঁজ ছাত্রের পরিবারের। বাগবাজার লক গেটের কাছে দুর্ঘটনা ঘটে ।টালার বাসিন্দা নিখোঁজ শেখ সৈয়দ মহেন্দ্র চন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার বন্ধুদের নিয়ে বাগবাজার লক গেটে যায় শেখ সৈয়দ।সেলফি তোলার সময় গঙ্গায় তলিয়ে যায় যুবক, দাবি বন্ধুদের।বন্ধুদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ নিখোঁজ ছাত্রের পরিবারের।