Uttarakhand Police : ভোটে বাহিনীর খরচ বকেয়া, রাজ্যকে চিঠি উত্তরাখণ্ড পুলিশের
Continues below advertisement
ভোটে বাহিনীর খরচ বকেয়া, রাজ্যকে চিঠি উত্তরাখণ্ড পুলিশের। ২০১১-র বিধানসভা ভোটে এ রাজ্যে এসেছিল উত্তরাখণ্ড পুলিশের পিএসসি ও আইআরবি বাহিনী। ‘সেই বাহিনীর খরচ বাবদ ১১ বছর ধরে বকেয়া প্রায় ৪ কোটি টাকা’। একাধিকবার রাজ্যকে চিঠি দিয়েও টাকা না মেলেনি বলে অভিযোগ। রাজ্যকে ফের চিঠি লিখে দ্রুত বকেয়া মেটানোর অনুরোধ উত্তরাখণ্ড পুলিশের
এর আগেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ চেয়ে রাজ্যকে চিঠি। রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। বাহিনীর খরচ বাবদ ১৮৫২ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্র। এবার বাহিনী মোতায়েনের খরচ চেয়ে রাজ্যকে চিঠি উত্তরাখণ্ড পুলিশের।
Continues below advertisement