University: উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে অচালবস্থা অব্য়াহত
Continues below advertisement
উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে (Uttarbanga university) অচালবস্থা অব্য়াহত। বকেয়া রয়েছে বিদ্য়ুতের বিল। বেতন পাচ্ছেন না অস্থায়ী কর্মীরা। বেরোচ্ছে না পরীক্ষার রেজাল্ট। ধার করে আবাসিক পড়ুয়াদের খাবারের ব্য়বস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে উপাচার্য নিয়োগ না করলে, কলকাতায় এসে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অধ্য়াপক, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা।
Continues below advertisement