Vande Bharat Express New Route: বাংলায় আরও একটা নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ? | ABPAnandaLIVE

Continues below advertisement

Vande bharat Express New route:  এবার কি আরও একটা নতুন রুটে (New Route) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেতে চলেছে বাংলা? (West Bengal) রেল (Railways) সূত্রে তেমনই দাবি করা হয়েছে। সূত্রের খবর, আগামী মাসেই হাওড়া (Howrah) থেকে পুরী (Puri) চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। চলতি বছরের শুরুতেই হাওড়া (Howrah) থেকে এনজেপি (NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু হয়। যাত্রা শুরুর পর থেকেই কখনও বর্ধমান (Burdwan), কখনও বিহার (Bihar), কখনও বা হুগলিতে (Hoogly), একাধিকবার ট্রেন লক্ষ করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেনিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। সেই আবহেই এবার নতুন একটি রুটে বন্দে ভারত পেতে পারে বাংলা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram