Vegetable Price Hike: টাস্ক ফোর্স বাজারে ঢুকলেই কমছে দাম, বেরিয়ে গেলেই ফের চড়া! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: লাগাতার অভিযান চলছে। কিন্তু তার পরেও ছেঁকা দিচ্ছে আনাজের দাম। টাস্ক ফোর্স বাজারে ঢুকলেই কমছে দাম, বেরিয়ে গেলেই ফের চড়া! অভিযোগ করছেন ক্রেতারা। ঘটনার কথা স্বীকার টাস্ক ফোর্সের দাবি, একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই কাজ করছেন। যে সব অসাধু ব্যবসায়ী দাম কমাচ্ছেন না, প্রয়োজনে তাঁদের বিরুদদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

এ যেন টাস্ক ফোর্সের সঙ্গে বিক্রেতাদের লুকোচুরি খেলা! বাজারে অভিযান শুরু হলেই কমছে দাম, অভিযান শেষে ফের ঊর্ধ্বমুখী। ক্রেতাদের অভিযোগ, কোনও অভিযান কোনও ব্যবস্থাতেই কোনও কাজ হচ্ছে না। দাম বেড়েছে দুধের... দামি হয়েছে মোবাইল ফোনে কথা বলা...সুদ বাড়িয়ে ব্যক্তিগত বা গাড়ির ঋণে EMI-এর বোঝা বাড়িয়েছে SBI.এরই মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা দিয়ে চলেছে কাঁচা সবজির দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স।

মঙ্গলবার প্রথমে উল্টোডাঙা হোলসেল বাজারে হানা দেন টাস্ট ফোর্সে সদস্য ও ইবি আধিকারিকরা। তারপরে বাগুইআটি খুচরো বাজার।ক্রেতাদের অভিযোগ, টাস্ক ফোর্স বাজারে গেলেই কমছে জিনিসের দাম। চলে গেলেই ফের চড়া। হোলসেস মার্কেট দাম কমলেও খুচরো বাড়ার চড়া বলে স্বীকার করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাহলে বার বার অভিযান চালিয়ে হচ্ছেটা কী? উঠছে প্রশ্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram