CHC: 'উপাচার্য পদ থেকে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত' মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Continues below advertisement
'বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবিলম্বে বিদ্যুৎ চক্রবর্তীকে অপসারণ করা উচিত' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিশ্বভারতীর এক অধ্যাপককে সার্ন প্রজেক্টে কাজ করতে না দেওয়ার জন্য চিঠি বিদ্যুৎ চক্রবর্তীর। বাঙালি এই কারণেই কাঁকড়ার জাত, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের। ২০০৫ সালে বিশ্বভারতী সার্ন প্রজেক্টে লিড বিজ্ঞানী হিসেবে অধ্যাপক মানস মাইতির নাম পাঠায়। কিন্তু ২০২১ সালে বিশ্বভারতীতে একটি অশান্তিতে উপাচার্যর বিরুদ্ধে সোচ্চার হন। তারপরই ওই অধ্যাপক-বিজ্ঞানীকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য সার্ন-এ চিঠি দেন বিদ্যুৎ। অধ্যাপক-বিজ্ঞানীকে সার্ন প্রজেক্টে ফেরাতে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে বিশ্বভারতীকে নির্দেশ আদালতের।
Continues below advertisement
Tags :
Bangla News Bidyut Chakraborty ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Abhijit Ganguly Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS