Vidyut Chakraborty: রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। ABP Ananda Live

Continues below advertisement

Westbengal News: রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর (Visvabharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর(Vidyut Chakraborty)। ফলক-বিতর্কেও মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) জবাব দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 'আপনি কান দিয়ে দেখছেন, বিশ্বভারতীর প্রকৃত চাহিদা দেখতে পারছেন না'। যা দেখে আমি বিস্মিত, চিঠিতে উল্লেখ বিশ্বভারতীর উপাচার্যর। 'ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় আপনি বিরক্তি প্রকাশ করেছেন'। 'ইউনেস্কো (UNESCO) শান্তিনিকেতনকে (Santinikeetan) ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) সাইট ঘোষণা করেছে'। 'আমরা এএসআইয়ের নির্দেশ অনুসারে কাজ করছি'। 'খুব শীঘ্রই তার ফল আপনি দেখতে পাবেন'। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ বিশ্বভারতীর উপাচার্যর। 'আপনি যদি মানুষের টাকা চুরিকেই স্বাভাবিক বলে মেনে নেন, তাহলে আপনার বিশ্বভারতীর সমস্যা বোঝার কথা নয়'। 'আপনার দুজন সিনিয়র মন্ত্রী জেলে রয়েছেন'। 'বীরভূমে আপনার এক বিশ্বস্তও তিহাড় জেলে আছেন'। 'আপনার নিয়োজিত উপাচার্যও চাকরি বিক্রির অভিযোগে জেলবন্দি'। 'আপনার দলের সবথেকে সরব সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটি তদন্ত করছে'। 'আপনার অনেক সহকর্মী শিক্ষা, কয়লা, গরুপাচার, জমি-দুর্নীতিতে অভিযুক্ত'। 'যা মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁদের ভাবমূর্তির বিপরীত'। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে চিঠি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram