Vikram Chatterjee: সনিকা সিংহ চৌহান-মৃত্যুর মামলায় বাজেয়াপ্ত পাসপোর্ট, ফেরত পেতে বিক্রম চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ | Bangla News

পাসপোর্ট ফেরত পেতে বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) আর্জি খারিজ। আলিপুর আদালতে (Alipore Court) খারিজ বিক্রম চট্টোপাধ্যায়ের আর্জি। শ্যুটিংয়ের জন্য লন্ডনে যেতে পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদন। পাসপোর্ট ফেরত পেতে আবেদন করেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ‘শীঘ্রই বিচারপ্রক্রিয়া শুরু হবে, এখনই বিদেশে গেলে অসুবিধে’, পাসপোর্ট ফেরতের আর্জির বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর। সনিকা সিংহ চৌহান-মৃত্যুর মামলায় বিক্রমের পাসপোর্ট বাজেয়াপ্ত। ২০১৭ সালের ২৯ এপ্রিল রাসবিহারী মোড়ের কাছে পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ে বিক্রমের গাড়ি, মৃত্যু হয় সনিকার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola