12 tar Breaking: মন্ত্রীর কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্লাবের জমি দখলের অভিযোগ

Continues below advertisement

দিদির দূত কর্মসূচিতে মন্ত্রীর কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্লাবের জমি দখল করে নেওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। খড়দা বিধানসভার মহিষপোতার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রীর কাছে তৃণমূল প্রধানের স্ত্রী ও ভাগ্নে স্থানীয় ক্লাবের জমি দখল করে নিয়েছেন বলে নালিশ জানান গ্রামবাসীরা। প্রকাশ্যে নয়, অভিযোগ নিয়ে আলাদাভাবে আলোচনা করবেন বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গোটাটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল প্রধান।

কেন্দ্রীয় (Central team) দল ধরার পরই আবাস (Awas Yojona) তালিকা (List) থেকে বাদ গেল বিহারের (Bihar) বাসিন্দার নাম। ওই এলাকায় মোট ২৭ (27) জনের নাম বাতিল করলেন জেলাশাসক (District magistrate)। বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম ছিল বাংলার আবাস যোজনার তালিকায়। মালদার (Malda) রতুয়ায় (Ratua) গোবিন্দপুর (Govindapur) গ্রামে (Village) তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিদল। তদন্তে জানা যায়, তালিকায় নাম থাকা শ্যাম যাদব বিহারের কাটিহারের (Katihar) বাসিন্দা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য। বাড়িতে গিয়ে শ্যামের দেখা পাননি কেন্দ্রীয় প্রতিনিধিরা। তবে তাঁর মা স্বীকার করেন, তাঁরা বিহারের বাসিন্দা। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই বাংলার আবাস তালিকা থেকে নাম বাদ পড়ল বিহারের বাসিন্দার। বিডিও-কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। এরপরই বাংলার আবাস তালিকা থেকে তড়িঘড়ি নাম বাদ পড়ে বিহারের বাসিন্দার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram