Didir Doot: ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়

Continues below advertisement

1.জিটিএ নয়, ফের পৃথক রাজ্যের দাবিতে সরব গোর্খা জনমুক্তি মোর্চা । জিটিএ চুক্তি খারিজের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠি । ২০১১-র জিটিএ চুক্তি খারিজের দাবিতে বিমল গুরুঙ্গদের চিঠি । পৃথক রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন হামরো পার্টির । জিটিএ আর চুক্তি নয়, আইনে পরিণত হয়েছে, ভোটও হয়েছে । হেরে গিয়ে চুক্তি খারিজের দাবি অযৌক্তিক, দাবি জিটিএ প্রধান অনীত থাপার । 

2.বীরভূমে ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তার গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram