Visva Bharati: 'বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়', বিস্ফোরক উপাচার্য। Bangla News
'বিশ্বভারতী অল্পশিক্ষিত এবং অর্ধশিক্ষিত লোকজনে ভরে গিয়েছে। বসন্ত উৎসবের নামে বসন্ত-তাণ্ডব বন্ধ করে দিয়েছি। বিশ্বভারতীর অনুষ্ঠান জনতার জন্য নয়।' ফের বিস্ফোরক বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। উনি সবকিছুতেই খারাপ দেখেন, প্রতিক্রিয়া প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুরের। বিতর্কের সূত্রপাত বিশ্বভারতীর বসন্ত-বন্দনা (Basanta Utsav) ঘিরে। বসন্ত উৎসবের পরিবর্তে এবার শান্তিনিকেতনে (Santiniketan) বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছে। ৭ মার্চ দোল (Dolyatra)। তবে দোলের দিনের পরিবর্তে বসন্ত বন্দনা হবে ৩ মার্চ। সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বভারতী (Visva Bharati University) কর্তৃপক্ষ। গতবছরের মতো এবারও শুধুমাত্র বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরাই বসন্ত-বন্দনায় যোগ দিতে পারবেন। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আশ্রমিকদের অভিযোগ, এভাবেই ধীরে ধীরে বিশ্বভারতীর ঐতিহ্য, সংস্কৃতি লোপ পাচ্ছে। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি মন্তব্য এড়িয়েছেন।