Visva Bharati: নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়োগেও উঠল দুর্নীতির অভিযোগ
এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিয়োগেও উঠল দুর্নীতির অভিযোগ! তৃণমূলের অভিযোগ, ৪০৫টি মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদে নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হয়েছে। এ নিয়ে সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। উত্তর দিয়েছে বিজেপিও। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।