Visva Bharati University: 'বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে এমন বলছেন', উপাচার্যের বিতর্কিত মন্তব্যের পাল্টা চন্দ্রনাথ সিনহা | Bangla News
Continues below advertisement
ফের বিতর্কে বিশ্বভারতীর (Visva Bharati University) উপাচার্য। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওয় উপাচার্য (VC) বিদ্যুত্ চক্রবর্তী বলেছেন, বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া হবে না। এই মন্তব্যে নাম না করে রাজ্য সরকারকেই কটাক্ষ করেছেন উপাচার্য, এই অভিযোগ শাসকদলের একাংশের। রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল (TMC) বিধায়ক চন্দ্রনাথ সিনহার পাল্টা অভিযোগ, বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন। উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে।
Continues below advertisement
Tags :
TMC BJP Bolpur ABP Ananda Viral Video ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Controversial Remark Visva Bharati University Santiniketan VBU এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ VC Bidyut Chakrabarty Bidyut Chakrabarty Remarks