Viswa Bharati : অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা নতুন ফলক বসল বিশ্বভারতীতে। ABP Ananda Live

অবশেষে বিতর্কিত ফলক ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নাম লেখা নতুন ফলক বসল বিশ্বভারতীতে (Viswa Bharati)। যদিও বৃষ্টির মধ্য়ে রাতে ফলক বসানো ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে দিনের পরিবর্তে কেন রাতের অন্ধকারে ফলক বসানো হল ? ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজে'-র তকমা দেয় ইউনেস্কো। ২০ অক্টোবর বিশ্বভারতীর ঐতিহ্য়বাহী উপাসনা গৃহ, রবীন্দ্র ভবন ও গৌরপ্রাঙ্গনে পাথরের ফলক বসানো হয়। সেই ফলকে বিশ্ববিদ্য়ালয়ের আচার্য ও প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতীর তৎকালীন উপাচার্যর। নাম থাকলেও ব্রাত্য় ছিল খোদ কবিগুরুর নাম। যা ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড় বয়ে যায়। এর জেরে সরাসরি হস্তক্ষেপ করে বিতর্কিত ফলক সরিয়ে নতুন ফলক বসানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola