Kunal Ghosh : 'এটা খুবই তাৎপর্যপূর্ণ রায়', বিহারে SIR নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে সমর্থন কুণালের
ABP Ananda LIVE :সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে এবার নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। আগামী শুক্রবার মামলা শুনব, নির্দেশ সুপ্রিম কোর্টের। এর পাশাপাশি আধার কার্ডও যে গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন, কমিশনকে নির্দেশ আদালতের। ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসেবে যুক্ত হচ্ছে আধার কার্ড। ১১টি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার 'বৈধ' আধার কার্ড, জানাল সুপ্রিম কোর্ট। এদিন সওয়াল-জবাবের সময় বিচারপতি জয়মাল্য বাগচীর প্রশ্ন, 'স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে, আপনারা কেন বাদ যাওয়া ভোটারদের নাম কারণসহ ওয়েবসাইটে প্রকাশ করছেন না? তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ করতে পারবে'। দেশের শীর্ষ আদালতে কমিশনের তরফে বলা হয়, রাজ্য সরকারের ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারব না। যদিও কমিশনের তরফে সওয়াল বলেন, আমরা খসড়া তালিকা আপলোড করেছি, সেখানে সবার নাম আছে।