Kakdwip Fake Voter: টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের

ABP Ananda LIVE: টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের । 'টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন'। নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র, অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার । বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার দাবি । তৃণমূল নেতাকে ১০ হাজার টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে, দাবি বাংলাদেশির

আরও খবর...

হাইকোর্টের নির্দেশের পরেও এখনও জয়ন্ত সিংহের অট্টালিকা ভাঙার কাজ শুরুই করতে পারল না কামারহাটি পুরসভা । এবার কলকাতা পুরসভার দ্বারস্থ কামারহাটি পুরসভা । আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বাড়ি ভাঙা নিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের সঙ্গে কথা কামারহাটি পুরসভার পুরপ্রধানের । জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার জন্য কামারহাটি পুরসভাকে ৪ সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট । বাড়ি ভাঙার সময়বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কামারহাটি পুরসভা । আগে তো ২টি তলা ভাঙুন, কামারহাটি পুরসভাকে ভর্ৎসনা করে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । জয়ন্ত সিংহ ভোট করায় বলে বাড়ি ভাঙতে ভয় পাচ্ছে প্রশাসন, প্রশ্ন শুভেন্দুর । 'জয়ন্তর বাড়ি ভাঙতে কেন এত টালবাহানা', সরব বিরোধী দলনেতা । আগে ২টো তলা ভাঙুন, কাজটাই তো শুরু হয়নি, প্রতিক্রিয়া প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের । আদালতের রায়কে মান্যতা দিতেই হবে, দরপত্র দেওয়ার জন্য কলকাতা পুরসভার দ্বারস্থ হয়েছি, মন্তব্য পুরপ্রধান গোপাল সাহার

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola