Panchayat Elections : ভোটারের চেয়েও পড়ল বহু বেশি ভোট ! বিস্মিত বিচারপতি । ABP Ananda Live

Continues below advertisement

ভোটে এবার ভুতুড়ে ভোটার! ভোটারের চেয়েও পড়ল বহু বেশি ভোট! 'একটি বুথে ১ হাজার ৪৮১জন ভোটার, ভোট পড়ল ২ হাজার ১৭৭টি! একটি বুথে ১ হাজার ৫২৯জন ভোটার, ভোট পড়ল ১ হাজার ৭৪০টি! একটি বুথে ১ হাজার ৪৮৮জন ভোটার, ভোট পড়ল ২ হাজার ৪৯৬টি', হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে কারচুপির অভিযোগ। হাবড়া ২ নম্বর ব্লকে ভুতুড়ে ভোটে বিস্মিত বিচারপতি অমৃতা সিন্হা। কোথাও ১৪৬ শতাংশ, কোথাও ১৬৭ শতাংশ ভোট পড়ার অভিযোগ। ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, বিডিও-র রিপোর্ট তলব। ৪ অগাস্ট হাবড়া-২ নম্বরের বিডিও-র রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিন্হার। ভোটে বেলাগাম কারচুপির অভিযোগ, ১০ অগাস্ট ফের মামলার শুনানি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram