Sukanta Majumder : ওয়াকফ-প্রতিবাদে ঘরছাড়াদের নিয়ে ভবানীভবনে সুকান্ত, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ

ABP Ananda LIVE : ওয়াকফ-প্রতিবাদে অশান্তির জেরে মুর্শিদাবাদের ঘরছাড়াদের একাংশকে নিয়ে বুধবার সোজা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে, ভবানীভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ডিজির সঙ্গে দেখা না হওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তাঁরা। পরে রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনে পৌঁছনোর পর, ঘরছাড়া পরিবারের ১০ সদস্য ও ৪জন বিজেপি প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদে বাবা ও ছেলের নৃশংস হত্য়াকাণ্ডের প্রতিবাদে, রাজ্য়জুড়ে হিন্দু-শহিদ দিবস পালনের ডাক দেয় বিজেপি। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু শহিদ দিবস পালন করেন বিজেপির বিধায়করা। 

মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে

এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola